ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আরপিও সংশোধন নিয়ে আলোচনা শুরু, পরবর্তী বৈঠক বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
আরপিও সংশোধন নিয়ে আলোচনা শুরু, পরবর্তী বৈঠক বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন কমিশন ভবন। ফাইল ফটো

ঢাকা: গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ সংশোধন নিয়ে আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কোন কোন ধারায় পরিবর্তন আসছে তা এখনো বলা যাচ্ছে না। এ নিয়ে আগামী ৩০ আগস্ট (বৃহস্পতিবার) পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। 

রোববার (২৬ আগস্ট) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আরপিও সংশোধন নিয়ে ইসির ৩৫তম বৈঠক শেষে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।  বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

 

রফিকুল ইসলাম জানান, আরপিও সংশোধনীর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়েও থাকছে আলোচনায়। এ নিয়ে পরবর্তী বৈঠক ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। কয়েকটি বৈঠকের পর সিদ্ধান্ত হবে কোন কোন ধারা পরিবর্তন আনা হবে।  

‘এরপর প্রস্তাবিত ধারাগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় সবকিছু ঠিক ঠাক করে পাঠাবে সংসদে। সেখানে এটি পাস হলে আইনে পরিণত হবে। ’

বর্তমান সরকারের মেয়াদে আরপিও সংশোধনের খুব একটা সুযোগ থাকছে না। আগামী ৯ সেপ্টেম্বর সংসদের অধিবেশন শুরু হচ্ছে। বলা হচ্ছে, এই অধিবেশনই বর্তমান সরকারের বিদায়ী অধিবেশন।  

এ বিষয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আগামী অধিবেশনে-ই প্রস্তাবগুলো পাঠানো সম্ভব হবে কি-না তা নিশ্চিত করা যাচ্ছে না।  

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এসএম/এমএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।