ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রামু ও টেকনাফের দু’টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
রামু ও টেকনাফের দু’টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু

কক্সবাজার: কক্সবাজারের রামু ও টেকনাফ উপজেলার দু’টি ইউনিয়নের সদস্য পদের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে। 

বুধবার (০৩ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। তবে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কমিশনার নির্বাচিত হন এহেতেশামুল হক বাহাদুর।

ফলে এ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেনা।  

জানা যায়, রামু উপজেলার জোয়ারায়ানালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য মো. সোলাইমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে সদস্য পদ খালি হয়। অন্যদিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য আকতার কামাল মাদকবিরোধী অভিযানে নিহত হওয়ায় এ পদেও উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

রামু জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, রামু যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, এ কেন্দ্রে মোট ভোটার ১২৩৯ জন। এর মধ্যে বেলা সাড়ে ১২টা পর্যন্ত  ৯২২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোন ধরনের গোলযোগ এখানে হয়নি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।