ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভূঞাপুরের অলোয়া ইউপি চেয়ারম্যান পদে রহিজ উদ্দিন জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৮, অক্টোবর ৪, ২০১৮
ভূঞাপুরের অলোয়া ইউপি চেয়ারম্যান পদে রহিজ উদ্দিন জয়ী

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রহিজ উদ্দিন আকন্দ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

মোটর সাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন পাঁচ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মর্তুজ আলী পেয়েছেন চার হাজার ৭৭৫ ভোট।

 

বিএনপির মনোনিত মো. নুরুল আমিন চার হাজার ৫৪৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
 
বুধবার (৩ অক্টোবর) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত এ ইউপিতে উপ-নির্বাচনে ভোটগ্রহণ হয়। এরপর গণনা শেষে সন্ধ্যায় এ ফলাফল জানান জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম।  

মোট ২২ হাজার ২৮২ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ১২৩ জন ভোট দিয়েছেন।  

প্রসঙ্গত, গত ১৬ জুন অলোয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।