ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডিজিটাল প্রচারণা চালানো যাবে: ইসি সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
ডিজিটাল প্রচারণা চালানো যাবে: ইসি সচিব

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, সংসদ নির্বাচনে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে প্রচারণা চালানো যাবে। তবে জীবিত প্রাণী কিংবা কাপড়ের ব্যানার ব্যবহার করা যাবে না।

সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা সংশোধন বিষয়ক কমিশন বৈঠক শেষে রোববার (২১ অক্টোবর) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইসি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও পরিবেশবাদী সংগঠনের আবেদনের পরিপ্রক্ষিতে সিদ্ধান্ত নিয়েছি কোনো ধরনের জীবিত প্রাণী নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না।

প্রচারকাজে ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা যাবে। তবে কাপড়ের কোনো ব্যানার ব্যবহার করা যাবে না। এই দুটি ছাড়া নির্বাচনী আচরণ বিধিমালা আগের মতই থাকবে বলে জানান ইসি সচিব।

হেলালুদ্দীন আহমদ বলেন, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য আরও একটি কমিশন সভা করা হবে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তফসিলের বিষয়টি চূড়ান্ত করা হবে। রাষ্ট্রপতির সম্মতি নিয়ে তফসিল ঘোষণা করব। রাষ্ট্রপ্রতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছি। কিন্তু এখনও বঙ্গভবন থেকে সময় দেওয়া হয়নি।

পর্যবেক্ষক নীতিমালা প্রণয়নের বিষয়ে ইসি সচিব বলেন, এ নিয়ে আরেকটি সভা করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, সংসদ সদস্যদের প্রচারণার বিষয়ে কোনো পরিবর্তন আসছে না। আগের মতই থাকবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।