ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইসির সঙ্গে বৈঠকে বসেছে ঐক্যফ্রন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
ইসির সঙ্গে বৈঠকে বসেছে ঐক্যফ্রন্ট

ঢাকা: সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সোমবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকটি বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হয়।

বৈঠকে আসম আব্দুর রবের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ১০ সদস্যের প্রতিনিধি দলে ডা. জাফরুল্লাহ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু এবং চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব হেলালু্দ্দীন প্রমুখ উপস্থিতি আছেন।

নির্বাচনের তফসিল পেছানোর জন্য তারা এসেছেন বলে জানিয়েছে গণফোরাম নেতা রফিকুল ইসলাম পথিক। তিনি এর আগে ৩ নভেম্বর সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল পেছানোর দাবি সম্বলিত চিঠি নিয়ে এসেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।