ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন সিইসি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন সিইসি  জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন সিইসি কে এম নূরুল হুদা। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কে এম নূরুল হুদা। এই ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। 

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তার এ ভাষণ শুরু হয়েছে। বাংদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে সিইসির ভাষণটি প্রচারিত হচ্ছে।

 

এছাড়া দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও এফএম রেডিওতেও প্রচারিত হচ্ছে জাতির উদ্দেশ্যে দেওয়া সিইসির ভাষণ।  

এর আগে সকালে ভোটগ্রহণের সময় নির্ধারণ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক অনুষ্ঠিত হয়।  

গত ৪ নভেম্বর তফসিল ঘোষণার কথা থাকলেও ওইদিন সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয় ইসি।

ক্ষমতাসীন আওয়ামী লীগ, এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট এবং  ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্ট ইসির পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার তফসিল ঘোষণার পক্ষে বলে এলেও বিএনপিকে নিয়ে গঠিত কামাল হোসেনের ঐক্যফ্রন্ট সমঝোতার আগে তফসিল ঘোষণা না করার দাবি জানিয়ে আসছে।

সংবিধান অনুযায়ী, ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতার কথা তুলে ধরে গত মঙ্গলবার সিইসি বলেছিলেন, এর বাইরে তারা যেতে পারবেন না।

নির্বাচন কমিশন বেশ কিছুদিন আগে থেকেই ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে ভোটের সম্ভাব্য তারিখ ধরে তাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছিল। প্রধান নির্বাচন কমিশনার নিজেও মঙ্গলবার ওই সময়ের কথাই জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
ইইউডি/এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।