ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে বদলি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৮, নভেম্বর ১০, ২০১৮
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে বদলি 

সিলেট: সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলীমুজ্জামানকে বদলি করা হয়েছে। তাকে ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

তার স্থলাভিষিক্ত হচ্ছেন ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, শুক্রবার বদলি সংক্রান্ত চিঠি সিলেটে এসে পৌঁছেছে।

আগামী ২/১ দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করবেন আলীমুজ্জামান।

এদিকে নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বোববারের (১১ নভেম্বর) মধ্যে বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।  

এ ব্যাপারে মোহাম্মদ আলীমুজ্জামান বাংলানিউজকে বলেন, ১১ নভেম্বর তিনি বর্তমান কর্মস্থল ত্যাগ করবেন।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এনইউ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।