ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেটে ৫ বছরে ভোটার বেড়েছে পৌনে ৩ লাখ

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
সিলেটে ৫ বছরে ভোটার বেড়েছে পৌনে ৩ লাখ

সিলেট: সিলেটের ৬টি সংসদীয় আসনে গত পাঁচ বছরে ভোটার সংখ্যা বেড়েছে ২ লাখ ৮৫ হাজার ৭৮১ জন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৮ নভেম্বর (বৃহস্পতিবার) কমিশনের যুগ্ম সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থীদের নির্বাচনী ব্যয় নির্ধারণ করে দিয়েছে কমিশন।

সে অনুযায়ী নির্বাচনী এলাকায় সর্বোচ্চ ২৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থীরা। এছাড়া ভোটার প্রতি নির্বাচনী ব্যয় ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জেলা নির্বাচনী কর্মকর্তা খোরশেদ আলম জানান, গত পাঁচ বছরে সিলেটে ভোটার সংখ্যা বেড়েছে ২ লাখ ৮৫ হাজার ৭৮১ জন। ফলে ৬ আসনে মোট ভোটারের সংখ্যা দাঁড়ালো ২২ লাখ ৫২ হাজার ২৯৪ জন। এরমধ্যে ১১ লাখ ৫১ হাজার ৬৪৪ জন পুরুষ এবং ১১ লাখ ৬৫০ জন নারী ভোটার। আর দশম সংসদ নির্বাচনে ছয়টি আসনের ভোটার ছিল ১৯ লাখ ৬৬ হাজার ৫১৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ছিল ৯ লাখ ৯৪ হাজার ৫৯০ জন এবং নারী ভোটার ছিলো ৯ লাখ ৭১ হাজার ৯২৩ জন।

দশম সংসদ নির্বাচনের চাইতে এবার পুরুষ ভোটার বেড়েছে এক লাখ ৮ হাজার ৭১ জন এবং নারী ভোটার বেড়েছে এক লাখ ৩০ হাজার ২৫৫ জন।

তথ্য অনুযায়ী, সিলেট-১ (মহানগর ও সদর) আসনে মোট ভোটার ৫ লাখ ৪২ হাজার ৯৩৬ জন। সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৪০৩ জন। সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ৩৯৬ জন। সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৪১২ জন। সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ৩ লাখ ২৪ হাজার ২৫০ জন এবং সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৮৯৭ জন।

ঘোষিত তফসিল অনুযায়ী অনুষ্ঠেয় নির্বাচনে কমিশনের নিয়ম মেনে প্রার্থীদের ভোটারের বিপরীতে মাথাপিছু ব্যয় করতে হবে বলে জানিয়েছে স্থানীয় নির্বাচনী কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।