ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

জোটবদ্ধ হয়ে নির্বাচনের তথ্য জানানোর সময় বেড়েছে তিনদিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৯, নভেম্বর ১৩, ২০১৮
জোটবদ্ধ হয়ে নির্বাচনের তথ্য জানানোর সময় বেড়েছে তিনদিন

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ হয়ে নির্বাচনের তথ্য জানাতে নতুন করে আরো তিনদিন সময় পেয়েছে।

এক্ষেত্রে বৃহস্পতিবারের (১৫ নভেম্বর) মধ্যেই জোটগতভাবে নির্বাচনের তথ্য জানাতে হবে রাজনৈতিক দলগুলোকে।

ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, নির্বাচনের সময়সূচি পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি হয়েছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) থেকে তিনদিনের মধ্যে জোটগত নির্বাচনের বিষয়ে দলগুলোকে সিদ্ধান্ত জানাতে হবে। ইতোপূর্বে অনেক দল জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে তথ্য দিয়েছে। তাদেরকে নতুন করে তথ্য না দিলেও চলবে। তবে নতুন কর করে সংযোজন বিয়োজন করতে পারবেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করলে, এ জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত প্রার্থীদের বরাদ্দ করা যাবে। এ ধরনের প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনী তফসিল ঘোষণার তিনদিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আবেদন করতে হবে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।