ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জয়পুরহাটে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
জয়পুরহাটে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জয়পুরহাট: জয়পুরহাটের দু’টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একজন বিএনপি প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়পত্র বাতিল করা হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকির হোসেন এতথ্য নিশ্চিত করেন।  

জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের পদত্যাগপত্রটি সংশ্লিষ্ট দফতরে গৃহীত না হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল হয়েছে।

 

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী আলেয়া বেগমের মনোনয়নপত্রে একাধিক ভোটারের স্বাক্ষর জাল থাকায় তার মনোনয়নপত্রটিও বাতিল হয়েছে।  

জয়পুরহাট-১ আসনে বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের সামছুল আলম দুদু, বিএনপির ফয়সল আলীম, মমতাজ উদ্দীন মণ্ডল, জাতীয় পার্টির আসম তিতাস মোস্তফা, বাসদের (বামজোট) অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. দেওয়ান জহুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ।

জয়পুরহাট-২ আসনে বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিএনপির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, এইএম খলিলুর রহমান, জাতীয় পার্টির আবুল কাশেম রিপন, জাসদের আবুল খায়ের সাকোয়াত হোসেন, বাসদের (বামজোট) শাহজামান তালুকদার এবং ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল বাকী।  

বাংলাদশে সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।