ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইসিতে শেষ দিনের আপিল আবেদনের শুনানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
ইসিতে শেষ দিনের আপিল আবেদনের শুনানি নির্বাচন কমিশনের এজলাস কক্ষে শুনানি

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের প্রেক্ষিতে শনিবার (০৮ ডিসেম্বর) শেষ দিনের শুনানি চলছে নির্বাচন কমিশনে (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে অন্যান্য কমিশনাররা নির্বাচন ভবনের ১১তলার এজলাসে শুনানি করছেন।  

এদিন মোট ২৩৩ প্রার্থীর আপিল আবেদনের শুনানি হবে।

এদের মধ্যে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,  সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, বঙ্গবীর কাদের সিদ্দিকী ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আপিল আবেদনও রয়েছে।
 
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, সকাল ১০টা থেকে আপিল আবেদন দাখিলের ক্রমানুসারে শুনানি চলবে।

গত ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ৫৪৩ জন প্রার্থী আপিল আবেদন করেন ইসিতে। এরমধ্যে ১৫৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।  বুধবার প্রথমদিনের শুনানিতে ৮০ জন প্রার্থিতা পেয়েছিলেন। এরমধ্যে বিএনপির ছিল ৩৮ জন। আবেদন নামঞ্জুর হয়েছিল ৭৬টি। সেদিনের শুনানিতে নিষ্পত্তি হয়নি ৪টি আপিল আবেদন।

২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি অবৈধ বলে ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এগুলোর মধ্যে বিএনপির ১৪১টি, আ’লীগের ৩টি এবং জাতীয় পার্টির ৩৮টি মনোনয়নপত্রও বাতিল হয়। স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ৩৮৪টি।
 
৩৯টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে এবার ৩০৬৫টি মনোনয়নপত্র জমা দিয়েছিল। এর মধ্যে দলীয় মনোনয়নপত্র জমা পড়ে মোট ২ হাজার ৫৬৭টি ও স্বতন্ত্র ৪৯৮টি।

৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।