ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

৫ বছরে নূরের আয় কমেছে সোয়া কোটি টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
৫ বছরে নূরের আয় কমেছে সোয়া কোটি টাকা

নীলফামারী: নীলফামারী-২ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পাঁচ বছরে বার্ষিক আয় কমেছে এক কোটি ২৯ লাখ ৬০ হাজার ১৩৭ টাকা। পাঁচ বছর আগে তার আয় ছিল এক কোটি ৬৪ লাখ ৮৯ হাজার ২২২ টাকা, বর্তমানে সে আয় কমে দাঁড়িয়েছে ৩৫ লাখ ২৯ হাজার ৮৫ টাকা।

নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বেগম নাজিয়া শিরিনের কাছে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে তিনি যে হলফনামা দিয়েছেন তার সঙ্গে পাঁচ বছর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।

হলফনামার তথ্য অনুযায়ী, পাঁচ বছর আগে মন্ত্রীর ব্যবসা ছিল।

ব্যবসা থেকে আয় হতো ৭৪ লাখ ২৬ হাজার ৩১৪ টাকা। পাঁচ বছর পর তিনি জানিয়েছেন, তিনি আর ব্যবসা করেন না। এছাড়া তার চাকরি থেকেও আয় কমেছে এবং অন্যান্য খাত থেকে আয় শূন্যে নেমে এসেছে।

এদিকে হলফনামার তথ্য বলছে- সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নামে কোনো মামলা নেই।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।