ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সুনামগঞ্জে ৫ আসনে ৯ জনের মনোনয়ন প্রত্যাহার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
সুনামগঞ্জে ৫ আসনে ৯ জনের মনোনয়ন প্রত্যাহার 

সুনামগঞ্জ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৯ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। 

রোববার (৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এতথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ।

যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন-
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা) আসন থেকে বিকল্পধারা প্রার্থী মো. রফিকুর ইসলাম চৌধুরী ও জমিয়তে উলামায়ে ইসলামের মোস্তাক আহমদ বাবুল।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির তাহির রায়হান চৌধুরী।

সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনে ইসলামী ঐক্য জোটের সৈয়দ আলী আহমদ ও গণফোরামের নজরুল ইসলাম।

সুনামগঞ্জ- ৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে জেএসডির (রব) দেওয়ান ইস্কান্দর রাজা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, ইনান ইসমাম হোসেন চৌধুরী, মো. আব্দুল মজিদ।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।