ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

খালেদার ছবি পোস্টারে ব্যবহারের সুযোগ চায় ঐক্যফ্রন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৬, ডিসেম্বর ১৩, ২০১৮
খালেদার ছবি পোস্টারে ব্যবহারের সুযোগ চায় ঐক্যফ্রন্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, পাশে সেলিমা রহমানসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের পোস্টারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফটো ব্যবহারের সুযোগ চেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিএনপি ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে এসে এ সুযোগ চান।  

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

বিরোধীদলীয় রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের আটটি দলকে ধানের শীষ প্রতীক ব্যবহার করতে দিয়েছে বিএনপি।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেন, জাতীয় ঐকফ্রন্ট ও ২০ দলের জোটের আমরা সবাই যেহেতু ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি। তাই আমাদের সব প্রার্থীর পোস্টারে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার ছবি ব্যবহারের বিষয়টি জানাতে এসেছি।

নির্বাচন কমিশনের কারও সঙ্গে সাক্ষাৎ করতে না পারায় ঐক্যফ্রন্টের প্রতিনিধিরা এ সংক্রান্ত চিঠি জমা দিয়ে যান।

নির্বাচন আইন অনুযায়ী, প্রার্থী তার পোস্টারে দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করতে পারেন না।

১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দে পর প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেমেছেন। প্রচার কাজে পোস্টারে প্রার্থিরা মার্ক, প্রার্থি নিজের ও দলীয় প্রধানের ফটো ব্যবহার করছেন।

সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।