ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কামালের গাড়িবহরে হামলায় কী করলেন আইজিপি, ইসির প্রশ্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
কামালের গাড়িবহরে হামলায় কী করলেন আইজিপি, ইসির প্রশ্ন ড. কামালের গাড়িবহরে হামলা/ফাইল ফটো

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোক্তা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা আগামী তিনদিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে মহা পুলিশ পরিদর্শককে (আইজিপি) নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৭ ডিসেম্বর) সকালে ইসির পক্ষ থেকে পুলিশ সদর দফতরে এ চিঠি পাঠানো হয়।

ইসির যুগ্ম-সচিব মো. আবুল কাসেম বাংলানিউজকে বলেন, ড. কামাল হোসেনের ওপর হামলার ঘটনায় তিনদিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে মহা পুলিশ পরিদর্শককে চিঠি দিয়েছে কমিশন।

‘পুলিশ ওই ঘটনায় কি ব্যবস্থা নিয়েছে, কেন ঘটেছে, কারা ঘটিয়েছে তা ইসিকে জানাতে বলা হয়েছে ওই চিঠিতে। ’

গত ১৪ ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে ফেরার সময় ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা চালানো হয়।

এদিকে হামলার ঘটনায় ১২ জনকে আসামি করে দারুসসালাম থানায় মামলা হয়েছে। শনিবার রাত ১২টায় এ মামলা দায়ের করেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু।

৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।