ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নান্দাইলে সরে দাঁড়ালেন সালাম, ঈশ্বরগঞ্জে থাকছেন সুমন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
নান্দাইলে সরে দাঁড়ালেন সালাম, ঈশ্বরগঞ্জে থাকছেন সুমন  মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম ও মাহমুদ হাসান সুমন

ময়মনসিংহ: ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।  

তবে নির্বাচনের মাঠ থেকে সরে যেতে কেন্দ্রের আল্টিমেটাম ও হুঁশিয়ারিকে আমলে না নিয়ে সিদ্ধান্তে অনড় রয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের আওয়ামী লীগের পদত্যাগী উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

সিংহ প্রতীক নিয়ে তিনি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন বলে জানিয়েছেন।  

দলীয় সূত্র জানায়, ১৯৯৬ ও ২০০৮ সালে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। ঋণখেলাপির কারণে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি মনোনয়ন হারান। পরে সেখানে এমপি হন আনোয়ারুল আবেদিন।  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনীত প্রার্থী হিসেবে আনোয়ারুল বহাল থাকার পর ক্ষেপে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম।  

কিন্তু বিদ্রোহী প্রার্থীদের আজীবনের জন্য দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারিতে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। কিন্তু তিনি সরে গেলেও মার্কা হিসেবে ভোটে কুড়াল প্রতীক থেকেই যাচ্ছে।  

প্রেস বিজ্ঞপ্তিতে আব্দুস সালাম বলেন, নেত্রী আমাকে যখন যে দায়িত্ব অর্পণ করেছেন, আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি। তার আদেশের অবাধ্য হওয়া বা তার জন্য ক্ষতিকর কোনো কাজে লিপ্ত হওয়া আমার পক্ষে কখনো সম্ভব নয়। তাই তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি এখন থেকে আমার সব নির্বাচনী কার্যক্রম বন্ধ ঘোষণা করলাম এবং বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতি একাত্মতা পোষণ করলাম।  

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মহাজোট থেকে এবারো মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মাহমুদ হাসান সুমন।  

এ প্রসঙ্গে মাহমুদ হাসান সুমন বলেন, আওয়ামী লীগে আমার কোনো পদ নেই। তাই আমি বিদ্রোহী প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থী। আমি নির্বাচন করবো।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮ 
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।