ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার বন্ধের দাবি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার বন্ধের দাবি  মানববন্ধনে শিশুদের জন্য ফাউন্ডেশন/ছবি: শাকিল

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার না করার দাবি জানিয়েছে শিশুদের জন্য ফাউন্ডেশন। 

বুধবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানবন্ধনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

মানবন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুঈদ হাসান তড়িৎ বলেন, বিগত বেশ কয়েকটি নির্বাচনী প্রচারণায় ও নির্বাচনের কাজে শিশুদের ব্যবহার করার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার না করার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের কাছে আমরা জোর দাবি  জানাচ্ছি।

মানবন্ধনে সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- নির্বাচনী প্রচারণা ও সমাবেশে শিশুদের ব্যবহার করা যাবে না। নির্বাচনী পোস্টারিং, মাইকিং ও প্রচারপত্র বিলির কাজে শিশুদের ব্যবহার করা যাবে না। নির্বাচনের সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।  

মানবন্ধনে শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী সজীব খান, সমন্বয়কারী শেখ মেহেদী হাসান নয়ন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ কাননসহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।