ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ময়মনসিংহে বিএনপির ২৪ নেতাকর্মীর নামে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
ময়মনসিংহে বিএনপির ২৪ নেতাকর্মীর নামে মামলা

ময়মনসিংহ: ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় জাতীয় পার্টির (জাপা) নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির ২৪ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) সকালে স্থানীয় ওয়ার্ড জাপার সভাপতি শেখ রুহুল কদ্দুস বাদী হয়ে এ মামলা করেন।  

বিকেলে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই এলাকায় জাপার নির্বাচনী ক্যাম্পে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা নজরুল, নয়ন, উজ্জল, রবিন, রায়হান, মহসিন মুরাদসহ এজাহারনামীয় ২৪ জন ও অজ্ঞাতপরিচয় আরো ৫/৭ জনকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।