ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ মে ২০২৪, ১৮ জিলকদ ১৪৪৫

নির্বাচন ও ইসি

সাংবাদিকদের অবাধ চলাচল নিশ্চিতের দাবি সম্পাদক পরিষদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
সাংবাদিকদের অবাধ চলাচল নিশ্চিতের দাবি সম্পাদক পরিষদের সম্পাদক পরিষদের লোগো

ঢাকা: নির্বাচনের আগের দিন থেকে পরদিন পর্যন্ত তিন দিন সারাদেশে সাংবাদিক, সংবাদকর্মী ও মিডিয়া সংশ্লিষ্ট যানবাহন মুক্তভাবে চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।

বুধবার (২৬ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার কাছে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম স্বাক্ষরিত এক চিঠিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়েছে- নির্বচনের আগের ও পরের দিন সারাদেশে সাংবাদিক, সংবাদকর্মী, মিডিয়া সংশ্লিষ্ট যানবাহনের মুক্তভাবে চলাচল নিশ্চিত করা হোক।

চিঠিতে আরও বলা হয়, সংবাদিক ও সংবাদকর্মীদের মোটরসাইকেল, সাংবাদিক বা সংবাদপত্র পরিবহনকারী যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করা হোক।

চিঠিতে সম্পাদক পরিষদ সাংবাদিক ও মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তি এবং যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে ব্যবস্থা আহ্বান জানানো হয়।

এর আগের ২১ ডিসেম্বর এক নীতিমালায় খবর সংগ্রহে মোটরসাইকেল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেয় নির্বাচন কমিশন।

আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।