ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

জামালপুর-১: আ’লীগকে সমর্থন দিয়ে সরে গেলেন জাপা প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
জামালপুর-১: আ’লীগকে সমর্থন দিয়ে সরে গেলেন জাপা প্রার্থী জাপার সংবাদ সম্মেলন। ছবি-বাংলানিউজ

জামালপুর: জামালপুর-১ আসনে (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী এম এ সাত্তার।

বুধবার ( ২৬ ডিসেম্বর ) সন্ধ্যা ৬টায় বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ কে এম হামিদুল্লাহ।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুল হক, ধানুয়া কামালপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মুরাদ, গোলাম মোস্তফা, আবদুল কাদের ধুমালী, নিলক্ষিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লেবু, উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউর রহমান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি খোকন  আকন্দ প্রমুখ।  

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ২৪ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবর প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য প্রার্থী এম এ সাত্তার।  

প্রসঙ্গত,  জামালপুর-১ আসনে বিএনপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের প্রার্থিতা উচ্চ আদালত স্থগিত করেন। আওয়ামী লীগ ছাড়াও এ আসনে গণফোরাম (প্রতীক-উদিয়মান সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশ (প্রতীক-হাতপাখা), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ (প্রতীক-কুড়ে ঘর) ও বাংলাদেশ জাতীয় পার্টি (প্রতীক-কাঁঠাল) নির্বাচনে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এমআরএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।