ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

এরশাদের জরুরি সংবাদ সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এরশাদের জরুরি সংবাদ সম্মেলন

ঢাকা: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে এ সংবাদ সম্মেলন হবে। 

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, আসন্ন নির্বাচনসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে কথা বলবেন এরশাদ।

 

এর আগে ১৬দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বুধবার (২৬ ডিসেম্বর) রাতে দেশে ফিরেন জাপা চেয়ারম্যান। সিঙ্গাপুর থেকে গত ২০ ডিসেম্বর ফেরার কথা ছিল, এরপর তা পিছিয়ে ২২ ডিসেম্বর করা হয়, সেটাও পরিবর্তন হয়ে গত ২৪ ডিসেম্বরে ফেরার কথা ছিল এরশাদের।  

এর আগে ১০ ডিসেম্বর নিয়মিত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি।

এরশাদ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। সাবেক এই রাষ্ট্রপতি ঢাকা-১৭ রংপুর-৩ আসন থেকে নির্বাচন করছেন। তিনি ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়াতে পারেন বলে বিভিন্ন মহলে জোর গুঞ্জন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এসই/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ

Veet