ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঐক্যফ্রন্টে নেতা নেই, নেতা ছাড়া নির্বাচনে জেতা যায় না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
ঐক্যফ্রন্টে নেতা নেই, নেতা ছাড়া নির্বাচনে জেতা যায় না গণসংযোগে ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: ঐক্যফ্রন্টের উদ্দেশে ওবায়দুল কাদের বলেছেন, সব ধান কেটে এখন নৌকায় তোলা হয়েছে। ধানের শীষ এখন নৌকার যাত্রী হয়ে গেছে। ঐক্যফ্রন্ট কোথায়? ঐক্যফ্রন্টে কোনো নেতা নেই, নেতা ছাড়া নির্বাচনে জেতা যায় না।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নোয়াখালী-৫ আসনের কবিরহাট পৌর শহরের হাজী ইদ্রিছ চত্বরে কবিরহাট উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মওদুদ আহমদকে উদ্দেশ্য করে বলেন, আপনি বলছেন আপনার নিরাপত্তা নেই।

নিরাপত্তা আসল কথা নয়, আসল কথা হচ্ছে সাধারণ মানুষ ও ভোটাররা আপনার সঙ্গে নেই।  

ওবায়দুল কাদের আরও বলেন, মওদুদ সাহেব ঘরে বসে নতুন চক্রান্ত করছেন। নতুন করে কোনো চক্রান্ত করলে, ভোট বানচালের চেষ্টা করলে এদেশের মানুষ তা প্রতিহত করবে।

জনসভায় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।  

** বিএ​নপি-জামায়াত নির্বাচন বানচাল করতে চায়: আ’লীগ              

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।