ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

নিরাপদ পরিবেশ নিশ্চিতে বাহিনীগুলোকে সিইসির নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
নিরাপদ পরিবেশ নিশ্চিতে বাহিনীগুলোকে সিইসির নির্দেশ

ঢাকা: আগামীকাল রোববার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বরত সব বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। পাশাপাশি দল-মতের ঊর্ধ্বে থেকে নির্ভয়ে দায়িত্ব পালনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিইসি এই নির্দেশ দেন।

নির্বাচনী প্রতিযোগিতা যেন সহিংসতায় রূপ না নেয় সেজন্য অংশগ্রহণকারী দল ও প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সিইসি বলেন, এরমধ্যে কিছু নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে।

যাতে সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়েছে।  

এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।