ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে, অভিযোগ রিজভীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে, অভিযোগ রিজভীর

ঢাকা: দেশের বিভিন্ন জায়গায় নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।  

রিজভী অভিযোগ করেন, ‘আমরা বেশ কয়েকদিন আগে থেকেই আশঙ্কার কথা আপনাদের বলছিলাম যে, প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল মেরে রাখবে।

আমাদের সেই আশঙ্কাই সত্যে পরিণত হলো। ’

তিনি আরও অভিযোগ করেন, তারা রাতেই ৩০ থেকে ৪০ শতাংশ ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মেরে বাক্সে রাখবে। ধানের শীষের অনেক প্রার্থীকে তাদের নিজ বাড়িতে অবরুদ্ধ করে রেখেছে আওয়ামী লীগের ক্যাডাররা।

উল্লেখ্য, রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সারাদেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হবে।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।