ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

দেশবাসী শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
দেশবাসী শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। ছবি: ফাইল ফটো

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি ‘খুব ভালো’ জানিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, দেশবাসী শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

কেন্দ্রের ভোটগ্রহণ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের র‌্যাব ডিজি বলেন, শনিবার (২৯ ডিসেম্বর) রাতে দু’টি ও রোববার সকালে পাঁচটি ভোটকেন্দ্র দখলের চেস্টা করা হয়েছিলো।

কিন্তু তারা ব্যর্থ হয়, আমরা কেন্দ্রগুলো নিয়ন্ত্রণে নিয়েছি। এখন সেখানে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।

আরও পড়ুন>‘দু’তিনটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হচ্ছে’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট এলেই একটি গোষ্ঠী গাড়িতে আগুন ও পেট্রোল দেওয়ার কাজ করে থাকে। এসব বিষয় ভোটের আগে ও পরে আমরা সজাগ আছি। যাতে কোনো রকম সংঘাত না হয়।  

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এজেডএস/পিএম/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।