ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

মোহনপুরে ভোটকেন্দ্রে আ’লীগকর্মীকে পিটিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
মোহনপুরে ভোটকেন্দ্রে আ’লীগকর্মীকে পিটিয়ে হত্যা মোহনপুরের মানচিত্র

রাজশাহী: রাজশাহীর মোহনপুরে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে বিএনপি-জামায়াতকর্মীরা পিটিয়ে মারলো এক আওয়ামী লীগ কর্মীকে।

রোববার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের পাকুড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিএনপি-জামায়াত কর্মীরা কেন্দ্রের দখল নিতে গেলে আওয়ামী লীগ কর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন।

এসময় মেরাজুল ইসলাম (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে পেটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এই আসনের বর্তমান সংসদ সদস্য আয়েনউদ্দিন মেরাজকে তার কর্মী দাবি করেন। একইসঙ্গে বিএনপি-জামায়াত কর্মীরা তাকে পিটিয়েছে বলে জানান তিনি।

মোহনপুর ওসি আবুল হোসেন বাংলানিউজকে বলেন, আমি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আব্দুর রাজ্জাক আওয়ামী লীগ কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে আছে। সেখানে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।