ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা-১ আসনে সালমা ইসলামের ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ঢাকা-১ আসনে সালমা ইসলামের ভোট বর্জন অ্যাডভোকেট সালমা ইসলাম। ছবি: সংগৃহীত

নবাবগঞ্জ: ভোট কারচুপিসহ বিভিন্ন অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম।

বোরবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নবাবগঞ্জ উপজেলার কামারখোলার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

সালমা ইসলাম তার কর্মীদের ওপর হামলা, পোলিং এজেন্টদের প্রবেশে বাধা, ভোট কারচুপিসহ নানা অভিযোগ তুলে ধরেন।

ঢাকা-১ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সালমান এফ রহমান। সালমা ইসলাম স্বতন্ত্র প্রার্থী হলেও বিএনপি তাকে শেষ মুহূর্তে সমর্থন জানায়।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।