ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

পছন্দের প্রার্থীকে ফার্স্ট ভোট তাহুরা আলীর

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
পছন্দের প্রার্থীকে ফার্স্ট ভোট তাহুরা আলীর নতুন ভোটার তহুরা আলী, ছবি: বাংলানিউজ

সিলেট: সকালে প্রথম ভোট। এ যেনো পরম তৃপ্তির, আনন্দের। আর সেই আনন্দ পরখ করা গেলো অষ্টাদশী তহুরা আলীর চোখে মুখে।

শীতের শুভ্রতা বিলীন করে যখন কিরণ ছড়াচ্ছে সূর্য। তখন শান্ত পরিবেশে তহুরার জন্য যেনো সাজানো ছিলো ভোটের সুন্দর একটি পরিবেশ।

রোববার (৩০ ডিসেম্বর) নগরের আম্বরখানা কলোনি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন তহুরা। জীবনে প্রথমবারের মতো ব্যালটে সিল মেরে হাতের আঙুলে কালো কালির দাগ লাগিয়ে এসে তহুরা বলেন, এক সময় দেখতাম অভিভাবকরা ভোট দিয়ে আসছেন। তখন মনে হতো, আমরা কবে ভোট দেবো।

জীবনের প্রথম নিজের পছন্দের প্রার্থীকে ফার্স্ট ভোট দিলাম। ভোটের পরিবেশও অত্যন্ত ভাল বলে মন্তব্য করেন তিনি।  

এদিকে নগরের সারদা হলকেন্দ্র পরিদর্শনে আসা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক মেয়র বদর উদ্দিন কামরান বলেন, অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

সকাল থেকে নারী ভোটারের সংখ্যাও বেড়েছে। মানুষ উৎসাহ ভরে ভোট দিতে পারছে বলে মন্তব্য করছেন তিনি।

মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়ায় নৌকার বিজয়ে আশাবাদী তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।