ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীর ভোট বর্জন

সাতক্ষীরা: ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া, ইভিএমে ফিংগার প্রিন্ট নিয়ে বাটন চেপে চূড়ান্ত ভোট দেওয়া, কর্মী-সমর্থকদের মারধর ও ভোটকেন্দ্র দখলের অভিযোগে সাতক্ষীরা-২ (সদর উপজেলা) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় কারাগারে থাকা জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের পক্ষে জেলা জাতায়াতের প্রচার সম্পাদক মাওলানা আজিজুর রহমান ভোট বর্জনের ঘোষণা দেন।  

মাওলানা আজিজুর রহমান অভিযোগ করে বাংলানিউজকে বলেন, ‘প্রত্যেকটি ভোটকেন্দ্র ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা দখল করে ভোটারদের ফিংগার প্রিন্ট নিয়ে নিজেরাই বাটন চেপে ভোট দিচ্ছে।

অনেক কেন্দ্রে ভোটারদের ঢুকতেই দেওয়া হচ্ছে না। কর্মী-সমর্থকদের মারধর ও ভোটকেন্দ্র দখল করা হয়েছে। ’ 

এজন্য দলীয়ভাবে ভোট বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।