ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা-১৪ আসনে জাপা প্রার্থীর ভোট বর্জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ঢাকা-১৪ আসনে জাপা প্রার্থীর ভোট বর্জন মোস্তাকুর রহমান মোস্তাক

ঢাকা: কেন্দ্রে ভোট কারচুপিসহ বিভিন্ন অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন ঢাকা-১৪ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাকুর রহমান মোস্তাক। 

রোববার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে মিরপুর দারুস সালামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

মোস্তাকুর রহমান মোস্তাক তার নির্বাচনী এলাকার ৮, ১১ ও ১২ নম্বর কেন্দ্রে এজেন্টদের প্রবেশে বাধা, ভোট কারচুপিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

বাংলানিউজকে তিনি বলেন, নানা অনিয়মের বিষয়ে জাপা চেয়ারম্যানকে (এইচ এম এরশাদ) জানানো হয়। তিনি আমাকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাকেই নিতে বলেন। এর পরপরই আমি ভোট বর্জনের ঘোষণা দেই।

ঢাকা-১৪ আসনে তার প্রতিপক্ষ টানা দুই মেয়াদের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আসলামুল হক আসলাম।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।