ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

হবিগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
হবিগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১৫

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এতে তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

রোববার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ওই কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।