ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটকেন্দ্রে মারধরের শিকার হিরো আলম (ভিডিও)

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ভোটকেন্দ্রে মারধরের শিকার হিরো আলম (ভিডিও)

বগুড়া: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম ভোটকেন্দ্রে মারধরের শিকার হয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) একটি ভোটকেন্দ্রে গিয়ে তিনি সুষ্ঠুভাবে ভোটগ্রহণের কথা বলার পর তাকে মারধর করা হয়। পরে সুষ্ঠু ভোটগ্রহণ না হওয়া এবং হামলার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন হিরো আলম।

**ভোটকেন্দ্রে হিরো আলমকে মারধরের ভিডিওআলোচিত এই প্রার্থীকে মারধর করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। যেখানে দেখা যায়, হিরো আলম তার কয়েকজন কর্মীকে নিয়ে একটি কেন্দ্রের দিকে যেতে চাইলে কয়েকজন তাদের দিকে তেড়ে আসে। দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায় ওই ব্যক্তিরা হিরো আলমকে মারধর করে। এক পর্যায়ে কেন্দ্র এলাকার সীমাছাড়াও করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।