ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ভোলায় ৩টি আসনে নৌকা এগিয়ে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
ভোলায় ৩টি আসনে নৌকা এগিয়ে তোফায়েল আহমেদ

ভোলা: ভোলায় তিনটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এর মধ্যে ভোলা-১ আসনে ১১৩টি কেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) তোফায়েল আহমেদ পেয়েছেন ১২১৬৮৮ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী(ধানের শীষ) গোলাম নবী আলমগীর পেয়েছেন ৪৮৬৩ ভোট। 

রোববার (৩০ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং অফিসার মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

ভোলা-২ আসনে ১১২টি কেন্দ্রের মধ্যে ২৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) আলী আজম মুকুল পেয়েছেন ৫৮৭৪ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী(ধানের শীষ) মো. হাফিজ ইব্রাহিম পেয়েছেন ২৬২৮ ভোট।

 

জেলা সহকারী রিটার্নিং অফিসার আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোলা-৩ আসনে ১১৫টি কেন্দ্রের মধ্যে ২৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) নুরুন্নবী চৌধুরী শাওন পেয়েছেন ৪২০০০ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী(ধানের শীষ) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম পেয়েছেন ৬২০ ভোট এবং ইসলামী আন্দোলনের (হাত পাখা) প্রার্থী মো: মোসলেহ উদ্দিন পেয়েছেন ৬৪৮ ভোট।  

রির্টার্নিং অফিসার হাবিবুল হাসান রুমি এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।