ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

মানিকগঞ্জ-৩ আসনে নৌকার মাঝি হলেন জাহিদ মালেক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৩, ডিসেম্বর ৩১, ২০১৮
মানিকগঞ্জ-৩ আসনে নৌকার মাঝি হলেন জাহিদ মালেক জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ: মানিকগঞ্জ-৩ আসনে ফের নৌকার মাঝি হলেন জাহিদ মালেক। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন গনফোরামের প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জাহিদ মালেক পেয়েছেন ২ লাখ ২৬ হাজার ৯৬ ভোট এবং কামাল পেয়েছেন ৩০ হাজার ৩৮১  ভোট। জেলার সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-৩ সংসদীয় আসন।

এখানকার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৭২২ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬১ হাজার জন ৫৩৪ এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ১৮৮ জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৩৩ টি।

মানিকগঞ্জ-৩ আসনে আ'লীগ মনোনীত (নৌকা) জাহিদ মালেক স্বপন, গণফোরাম মনোনীত (উদিয়মান সূর্য) মফিজুল ইসলাম খান কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ইব্রাহিম হোসেন এবং বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি (কোদাল) প্রতীকে মো. রফিকুল ইসলাম অভি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮ 
কেএসএইচ/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।