ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

বগুড়া-৫ আসনে আ’লীগের হাবিবর রহমান জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
বগুড়া-৫ আসনে আ’লীগের হাবিবর রহমান জয়ী হাবিবর রহমান (ফাইল ফটো)

বগুড়া: বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবর রহমান ৩ লাখ ৩২ হাজার ৮১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) শেরপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা লিয়াকত আলী শেখ ও ধুনট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা রাজিয়া সুলতানা বাংলানিউজকে এ ফলাফল বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী হাবিবর রহমান পেয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৮১৩ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৭ হাজার ৪০১ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৬৩৯ জন। মোট ১৭৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।