ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ঝিনাইদহে চারটি আসনে আওয়ামী লীগের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
ঝিনাইদহে চারটি আসনে আওয়ামী লীগের জয়

ঝিনাইদহ: ঝিনাইদহে চারটি আসনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছে। 

ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে আব্দুল হাই ২ লাখ ২২ হাজার ৩৫ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬৬৮ ভোট।

ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে তাহজীব আলম সিদ্দিকী সমি ৩ লাখ ২৫ হাজার ৮৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে ফকরুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ২৯৩ ভোট।
 
ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিক শফিকুল আজম খান চঞ্চল ২ লাখ ৪২ হাজার ৫৩২ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে জামায়াত নেতা মতিয়ার রহমান পেয়েছেন ৩২ হাজার ২৪৯ ভোট।

ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে আনোয়ারুল আজিম আনার ২ লাখ ২৫ হাজার ৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৯ হাজার ৫০৬ ভোট।

ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও জেলা রির্টানিং কর্মকর্তা সরোজ কুমার নাথ বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।