ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত আসনের তফসিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত আসনের তফসিল নির্বাচন ভবন

ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত আসনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সোমবার (১৪ জানুয়ানি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংরক্ষিত আসন: তফসিল ফেব্রুয়ারিতে, মার্চের মধ্যে ভোট

হেলালুদ্দীন আহমদ বলেন, সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের জন্য ৫০টি আসন নির্ধারণ করা আছে।

যারা রাজনৈতিক দল আছে, তাদের আমরা চিঠি দিয়ে অবহিত করবো। মহিলা আসনের নির্বাচনের জন্য অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা জোট করবে কি না, সেটা আমাদের অবহিত করার জন্য চিঠি পাঠাবে। এবং যারা স্বতন্ত্র প্রার্থী, এটা আমাদের ৩০ জানুয়ারির মধ্যে আবশ্যিকভাবে অবহিত করবে যে, তারা এককভাবে থাকবে নাকি জোটগত ভাবে থাকবে।  

তিনি বলেন, নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে, ৩০ জানুয়ারির মধ্যে আমরা যখন জানতে পারবো, তারা কিভাবে নির্বাচন করবে, এরপর আমরা ১২ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রণয়ন করবো। ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা হবে। বিস্তারিত তফসিলে মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।