ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাইবান্ধা-৩ আসনের নির্বাচন যেন বিতর্কিত না হয়: ইসি সচিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
গাইবান্ধা-৩ আসনের নির্বাচন যেন বিতর্কিত না হয়: ইসি সচিব

গাইবান্ধা: নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত আসন গাইবান্ধা-০৩ এর নির্বাচন যাতে কোনোভাবেই বিতর্কিত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্য কোনো আসনে নির্বাচন না থাকায় সবার নজর থাকবে এ আসনের প্রতি। 

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, গাইবান্ধার স্থগিত আসনটির নির্বাচনের ব্যাপারে নজর দিতে হবে।

সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন অয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল মতিন।
 
এসময় জেলা ও সংশ্লিষ্ট দুই উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নির্বাচন সম্পর্কিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। কিন্তু নির্বাচনের আগে ২০ ডিসেম্বর গাইবান্ধা-৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ায় ভোটগ্রহণ স্থগিত করে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
 
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।