ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেনীতে উপজেলা নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
ফেনীতে উপজেলা নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীতে আওয়ামী লীগের মনোনীতরা

ফেনী: উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীতে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। পুরনোদের পাশাপাশি কিছু নতুন মুখও আনা হয়েছে এতে। 

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিনগত রাতে পৌরসভা প্রাঙ্গণে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা দেন দলের জেলা সভাপতি আবদুর রহমান বি.কম।

জেলা সদরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হয়েছে।

এখানে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। আর ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শহীদ খোন্দকার ও নারী ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোসনা আক্তার জুসি মনোনয়ন পেয়েছেন।

সোনাগাজী উপজেলা পরিষদেও চেয়ারম্যান পদে জেড. এম কামরুল আনামের বদলে এবার উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন এবং ভাইস চেয়ারম্যান পদে যুগ্ম-সম্পাদক শাখাওয়াতুল হক বিটু মনোনয়ন পেয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জোবেদা নাহার মিলি এবারো মনোনয়ন পেয়েছেন।

পরশুরাম উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এনামুল করিম মজুমদার বহাল থাকলেও  নারী ভাইস চেয়ারম্যান পদে শামসুন্নাহারকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দাগনভূঞা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে জেলা যুবলীগ সভাপতি ও গত দুইবারের চেয়ারম্যান দিদারুল কবির রতন তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুনের বদলে মো. শাহীন মুন্সী ও নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রোখসানা ছিদ্দিকী মনোনয়ন পেয়েছেন।

ছাগলনাইয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল পুনরায় মনোনয়ন পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ সভাপতি এনামুল হক মজুমদার ও নারী ভাইস চেয়ারম্যান পদে বিবি জুলেখা শিল্পী মনোনয়ন পেয়েছেন।

ফুলগাজী উপজেলা পরিষদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম মজুমদার পুনরায় মনোনয়ন পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে দরবারপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল আলম আজমীর ও নারী ভাইস চেয়ারম্যান পদে মঞ্জুরা আজিজ মনোনয়ন পেয়েছেন।

বাংলাদেশ সময়: ০৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসএইচডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।