ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেটে ভোটের মাঠে চেয়ারম্যন পদে ১৯ প্রার্থী স্বশিক্ষিত

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
সিলেটে ভোটের মাঠে চেয়ারম্যন পদে ১৯ প্রার্থী স্বশিক্ষিত সিলেট

সিলেট: ধণাঢ্য হলেও স্বশিক্ষিত আব্দুল মুমিন। চেয়ারম্যান পদে জেলার কানাইঘাট উপজেলায় নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

পেশায় বালু-পাথর ব্যবসায়ী মুমিন। তার মতো স্বশিক্ষিতের তালিকায় আছেন আরও ১৯ জন।

যারা চেয়ারম্যান পদে সিলেটের ১২টি উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই স্বশিক্ষিত প্রার্থীর বিপরীতে রয়েছেন সর্বোচ্চ এমফিল ডিগ্রিধারী এহসানুল হক। ‘গাভী’ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এই প্রার্থীর সম্পদ কেবলই শিক্ষা।

গবেষণায় পিএইচডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অস্থাবর-নগদ এক লাখ টাকা ও ৫ হাজার টাকার একটি মোবাইল আছে তার। আসবাবপত্র দেখিয়েছেন ২০ হাজার টাকার। বার্ষিক আয় ফ্রিল্যান্স সাংবাদিকতায় ১ লাখ টাকা দেখিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনে দাখিল করা প্রার্থীদের হলফনামা থেকে পাওয়া তথ্যে স্বশিক্ষিতের তালিকায় রয়েছেন ১৯ চেয়ারম্যান প্রার্থী। স্কুলের গণ্ডি পেরোতে পারেননি বর্তমান দু’ চেয়ারম্যান প্রার্থীসহ চারজন। দের ভিড়ে আছেন স্নাতক ও সর্বোচ্চ মাস্টার্স ডিগ্রিধারীরা।

স্বশিক্ষিত প্রার্থীরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলায় আপ্তাব আলী কালা মিয়া (কাপ-পিরিচ), একই উপজেলার মো. ইয়াকুব আলী প্রতীক (ঘোড়া), জরিনা বেগম (দোয়াত-কলম), ও তার স্বামী শামীম আহমদ (আনারস),সমছুল হক (মোটরসাইকেল)। গোয়াইনঘাটের আব্দুল করিম (মিনার), জকিগঞ্জের সুয়েব লস্কর (আনারস)। জৈন্তাপুর লিয়াকত আলী (নৌকা)। দক্ষিণ সুরমায় মইনুল ইসলাম (আনারস)। ফেঞ্চুগঞ্জে ওহিদুজ্জামান সুফি (দোয়াত কলম), মনির আলী (ব্যাটারি), মাহতাব উদ্দিন (আনারস) ও হারুন আহমদ চৌধুরী (ঘোড়া)। বালাগঞ্জে আবদাল মিয়া (ঘোড়া), আব্দুল রহিম (লাঙ্গল) ও মোহাম্মদ গোলাম রব্বানী (আনারস)। বিশ্বনাথে মো. মিসবাহ উদ্দিন (আনারস), বিয়ানীবাজারে মো. আলকাছ আলী (ঘোড়া), বিয়ানীবাজারে শামীম আহমদ (মোটরসাইকেল)।

স্কুলের গণ্ডি পেরোতে পারেননি চারজন। তারা হলেন- কোম্পানীগঞ্জে হাফিজ মাছুম আহমদ (টেলিফোন) অষ্টম শ্রেণি, গোয়াইনঘাটের গোলাপ মিয়া (কাপ পিরিচ) অষ্টম শ্রেণি, বালাগঞ্জে উপজেলার বর্তমান চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর (নৌকা) নবম শ্রেণি, বিশ্বনাথের বর্তমান চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী (কাপ পিরিচ) দশম শ্রেণি।  

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জনকারী আটপ্রার্থীর মধ্যে রয়েছেন গোলাপগঞ্জের জাহির উদ্দিন (মিনার), গোয়াইনঘাটের গোলম কিবরিয়া হেলাল(নৌকা), গোলাপ মিয়া (কাপ-পিরিচ), লুৎফুর রহমান খোকন (আনারস), জকিগঞ্জের মর্তুজা আহমদ(লাঙ্গল), মো. লোকমান উদ্দিন চৌধুরী (নৌকা), ফেঞ্চুগঞ্জে নুরুল ইসলাম(কাপ-পিরিচ), সিলেট সদরে আশফাক আহমদ (নৌকা)।

উচ্চ মাধ্যমিক পেরিয়েছেন ফেঞ্চুগঞ্জে শাহ মুজিবুর রহমান জকন (নৌকা)এইচএসসি, বিশ্বনাথ এসএম নুনু মিয়া (নৌকা) এ লেভেল, বিয়ানীবাজারে আতাউর রহমান খান (নৌকা) আইকম পাস, সিলেট সদরে মাজহারুল ইসলাম ডালিম (আনারস) এইচএসসি পাস ও গোয়াইনঘাটের মো. ফারুক আহমদ (মোটরসাইকেল) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।

আইন পেশায় আছেন কানাইঘাটে চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমদ পলাশ (মোটরসাইকেল)এলএলবি, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী (নৌকা) এলএলবি, রশিদ আহমদ (আনারস) বিএ, এলএলবি, সিলেট সদরে নূরে আলম সিরাজী অ্যাডভোকেট (মোটরসাইকেল) বিএ, এলএলবি।

স্নাতক ডিগ্রিধারী অর্জনকারী প্রার্থী কোম্পানীগঞ্জে জাহাঙ্গীর আলম (নৌকা) বিএসএস, কানাইঘাটের মোহাম্মদ খায়ের উদ্দিন চৌধুরী (আনারস) স্মাতকোত্তর, গোয়াইনঘাটের শাহ আলম স্বপন (ঘোড়া) বিএসসি, জৈন্তাপুর কামাল আহমদ (ঘোড়া)বিএসসি, দক্ষিণ সুরমায় আবু জাহিদ (নৌকা)বিএসসি পাস, বিয়ানীবাজারে আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার) বিএ, একই উপজেলায় মো. আবুল হাসনাত (দোয়াত কলম) বিকম, জকিগঞ্জের মো. আব্দুস ছামাদ (মিনার) দাওরায়ে হাদিস (তাকমিল)।

সর্বোচ্চ এমফিল ডিগ্রিধারী এহসানুল হক ছাড়াও মাস্টার্স ডিগ্রিধারী প্রার্থীরা হলেন-দক্ষিণ সুরমায় জিল্লুর রহমান (মোটরসাইকেল)এমকম, বিয়ানীবাজারে মো. জাকির হোসেন (আনারস)এমএসএস, ফেঞ্চুগঞ্জে মোহাম্মদ হারুনুর রশিদ (মোটরসাইকেল)কামিল, বিশ্বনাথ কাজি রুহুল আমিন (মিনার) তাকমিল ফিল হাদিস।

এছাড়া কোম্পানীগঞ্জে আব্দুল বাছিত (হেলিকপ্টর), শামছু মিয়া চৌধুরী (লাঙ্গল), গোয়াইনঘাটের আব্দুল করিম (মিনার), জৈন্তাপুরে আব্দুল মতিন (মিনার), সিলেট সদরে মাওলানা আছলাম হুসাইন রহমানী(মিনার) ও লাঙ্গল প্রতীকে শাহজাহান সিরাজীর হলফনামা ঘেঁটে শিক্ষাগত যোগ্যতার তথ্য মিলেনি।  

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।