ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গোপালগঞ্জে ৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
গোপালগঞ্জে ৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

গোপালগঞ্জ: গোপালগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থী এবং দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) শেষ দিনে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।  

তারা হলেন- মুকসুদপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র জয়ধর, টুঙ্গিপাড়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গাজী গোলাম মোস্তফা ও গাজী মাসুদুল হক।

ভাইস চেয়ারম্যান পদে গোপালগঞ্জ সদর উপজেলার এবাদত হোসেন মোল্লা ও টুঙ্গিপাড়া উপজেলায় নুর মিয়া মোল্লা।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর জেলার পাঁচ উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।