ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটকেন্দ্রে আনসার সদস্যকে শেখাতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
ভোটকেন্দ্রে আনসার সদস্যকে শেখাতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ  ভোটকেন্দ্রে ভোটারদের লাইন

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি ভোটকেন্দ্রে আনসার সদস্যের গুলিতে মোন্নাফ আলী নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। 

তিনি রংপুর কোতোয়ালি থানায় কর্মরত। ভোটের ডিউটিতে ভূরুঙ্গামারী এসেছিলেন।

রোববার (১০ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। বাংলানিউজকে বিষয়টি জানান ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবি। তিনি বলেন, আহত পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

জানা যায়, দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের বহলগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য মাইদুল ইসলামকে গুলি চালানো শেখানোর সময় অসাবধানতাবশত গুলি বেরিয়ে যায়। এতে পুলিশ সদস্য মোন্নাফ আলীর পায়ে গুলি লেগে তিনি আহত হন।

বাংলাদেশ সময়:  ১৮৫৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এফইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।