ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

লালপুরের চেয়ারম্যান ইসাহাক আলী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
লালপুরের চেয়ারম্যান ইসাহাক আলী

নাটোর: নাটোরের লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) মো. ইসাহাক আলী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

রোববার (১০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন দ্যুতি বাংলানিউজকে বিষয়টি জানান।

জানা যায়, ইসাহাক আলী ৬০ হাজার ৫৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাসদ মো. আব্দুল হালিম (মশাল) পেয়েছেন ২ হাজার ১০৬ ভোট।

এছাড়া, নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোয়ার হোসেন মনি (উড়োজাহাজ) ৪৫ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিসুজ্জামান বাবু (টিউবয়েল) পেয়েছেন ১৫ হাজার ৬৫৬ ভোট।  

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারভিন আক্তার (ফুটবল) ৩০ হাজার ৭৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাবনী আকতার পেয়েছেন ২৯ হাজার ৭৫১ ভোট।

এ উপজেলায় দুইজন চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান ও দুইজন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯ হাজার ৩৬০ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৫ হাজার ৫৭২ জন ও নারী ভোটার ১ লাখ ৩ হাজার ৭৮৮ জন। মোট ৮৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।