ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

হবিগঞ্জের ৮ উপজেলায় নৌকা ৪, বিদ্রোহী ২ ও স্বতন্ত্র ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
হবিগঞ্জের ৮ উপজেলায় নৌকা ৪, বিদ্রোহী ২ ও স্বতন্ত্র ২

হবিগঞ্জ: উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ জেলার আট উপজেলার চেয়ারম্যান পদে চারটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, তিনটিতে আওয়ামী লীগ বিদ্রোহী এবং বাকি দু’টিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

রোববার (১০ মার্চ) রাত ১০টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার ফজলুল জাহিদ পাভেল বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন রুবেল বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম আনারস প্রতীকে ৩৫ হাজার ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আহমদুল হক পেয়েছেন ২৮ হাজার ৪০ ভোট।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শাহীনা আক্তার জানান, আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ নৌকা প্রতীকে ৩০ হাজার ৬২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহফুজুল আলম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৯৮ ভোট।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান বাংলানিউজকে জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক সেলিম ঘোড়া প্রতীকে ৪৭ হাজার ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট আলমগীর চৌধুরী পেয়েছেন ২৬ হাজার ১১৩ ভোট।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, এ উপজেলায় ২৩ হাজার ৪৮৩ ভোট ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খলিলুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাই নৌকা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৬০৬ ভোট।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খন্দকার বাংলানিউজকে জানান, নৌকা প্রতীকে ৫৯ হাজার ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কাশেম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী ইকবাল হোসেন খান আনারস প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ২৪২ ভোট।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী মর্তুজা হাসান নৌকা প্রতীকে ২২ হাজার ৮১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে আলাউদ্দিন পেয়েছেন ২০ হাজার ৫৬২ ভোট।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল বাংলানিউজকে জানান, এ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদির লস্কর নৌকা প্রতীকে ৩৭ হাজার ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী আবু তাহের আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৪৭০ ভোট।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মো. শাহজাহান ঘোড়া প্রতীকে ৫৬ হাজার ৭৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল বর পেয়েছেন ২৬ হাজার ৮৬৯ ভোট।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ফজলুল জাহিদ পাভেল বাংলানিউজকে বলেন, জেলার আট উপজেলা পরিষদে মোট ৬১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা করা হয়। মোট ভোটার ১৩ লাখ ৮১ হাজার। এর মধ্যে পুরুষ ৬ লাখ ৮৮ হাজার ৫১০ জন এবং নারী ভোটার সংখ্যা ৬ লাখ ৯২ হাজার ৪৯০।  

সর্বমোট প্রতিদ্বন্দ্বিতা করেন ১০৫ প্রার্থী। এর মাঝে চেয়ারম্যান পদে ২৭, ভাইস চেয়ারম্যান ৪৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।