ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাটোরের ৫ উপজেলায় আ’লীগ ৩, স্বতন্ত্র ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
নাটোরের ৫ উপজেলায় আ’লীগ ৩, স্বতন্ত্র ২

নাটোর: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরের পাঁচ উপজেলায় তিনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দু’টিতে আওয়ামী লীগে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

রোববার (১০ মার্চ) রাত ১১টার দিকে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পাঁচ উপজেলায় মোট ১৪ জন চেয়ারম্যান, ১৮ জন ভাইস চেয়ারম্যান ও ১২ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পাঁচ উপজেলার ৪৩৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ফলাফল অনুযায়ী, বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) অহিদুল ইসলাম গকুল ২৬ হাজার ৩৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সেকেন্দার রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭৮০ ভোট। ভাইস চেয়ারম্যান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী আব্দুল হাদী। মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা।  

চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক নৌকা প্রতীকে ৬৯ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতস্ত্র প্রার্থী আদেশ আলী পেয়েছেন দোয়াত কলম প্রতীকে ৬০ হাজার ৯৫১ ভোট। ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান। মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী।

লালপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইসাহাক আলী নৌকা প্রতীকে ৬০ হাজার ৫৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাসদ আব্দুল হালিম মশাল প্রতীকে পেয়েছেন দুই হাজার ১০৬ ভোট।  ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি। মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার।

বড়াইগ্রাম উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী  নৌকা প্রতীকে ৪৯ হাজার ৬২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোয়াজ্জেম হোসেন বাবলু আনারস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৭৬৫ ভোট। ভাইস চেয়ারম্যান আতাউর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার।

গুরুদাসপুর উপজেলায় আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আনোয়ার হোসেন ঘোড়া প্রতীকে ৪৩ হাজার ৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৩৬৯ ভোট। ভাইস চেয়ারম্যান আলাল শেখ। মহিলা ভাইস চেয়ারম্যান রুখসানা আকতার লিপি।

বাংলাদেশ সময়: ০৫২১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।