তিনি বলেন, মোট ৭৮টি উপজেলায় রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৩ দশমিক ৩২ শতাংশ নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে অনিয়মের বিষয়ে ইসি সচিব বলেন, বেশকিছু কেন্দ্রের ভোট অনিয়মের কারণে স্থগিত করা হয়েছে। সে কেন্দ্রগুলোর ভোট কেনো বন্ধ হয়েছে, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ পঞ্চম ধাপে বা নতুন কোনো তারিখ নির্ধারণ করে ভোটগ্রহণ করা হবে।
এবার পাঁচ ধাপে সব উপজেলায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চম ধাপে ১৮ জুন ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
ইইউডি/এএ