ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

দোহারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আলমগীর হোসেন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০০, মার্চ ১৬, ২০১৯
দোহারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আলমগীর হোসেন মো. আলমগীর হোসেন

দোহার (ঢাকা): চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকার দোহার উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

দোহার উপজেলা নির্বাচন অফিসার মো. রেজাউল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

নির্বাচন অফিসার জানান, আওয়ামী লীগ মনোনীত আলমগীর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম বেপারী উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।

তবে বাছাই পর্বে নুরুল ইসলাম বেপারীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ফলে একক প্রার্থী হিসেবে নির্বাচন অফিসার আলমগীর হোসেনকে নির্বাচিত ঘোষণা করেন।

আলমগীর হোসেন দোহারে ২য় বার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।