ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

দ্বিতীয় দিনেও অনশন অব্যাহত রেখেছেন ২ নারী প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
দ্বিতীয় দিনেও অনশন অব্যাহত রেখেছেন ২ নারী প্রার্থী

দিনাজপুর: দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পুনর্গণনার দাবিতে দিনাজপুরের নবাবগঞ্জে ২ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর অনশন দ্বিতীয় দিনের মত চলছে।  

বৃহস্পতিবার (২১ মার্চ) ওই দুই নারী প্রার্থী নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনশনে বসেন। তবে রাত সাড়ে ৯টার দিকে অনশনকারীদের মধ্যে একজন শেফালী বেগম বাড়ি চলে যান।

অন্যজন শাবানা বেগম প্রথম থেকেই অনশন চালিয়ে যাচ্ছেন।  

>>>আরও পড়ুন...অনশনে বসেছেন ২ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী

শুক্রবার (২২ মার্চ) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো অনশন শুরু করেন তারা।  
 
অনশনকারী দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাবানা বেগম (কলস) ও শেফালী বেগম (প্রজাপতি)।
 
অনশনকারী দুই মহিলা প্রার্থী বাংলানিউজকে জানান, ১৮ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নবাবগঞ্জে ভোট গণনার সময় ব্যাপক কারচুপি হয়েছে। আমাদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি ছিল। কিন্তু একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের দুইজনকে পরাজিত করেছে। আমরা অবিলম্বে নির্বাচনে ভোট পুনর্গণনা দাবি করছি।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।