ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

দৌলতপুরে আ’লীগের দুই বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
দৌলতপুরে আ’লীগের দুই বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন  প্রতীকী ছবি

মানিকগঞ্জ: জালভোট, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া এবং এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী।

রোববার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তারা ভোট বর্জন করেন।  

বর্জনকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান (ঘোড়া) ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল কাদের (আনারস)।

ওই উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম রাজা।

চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান বাংলানিউজকে অভিযোগ করেন, সকালে ভোট শুরু হওয়ার পর থেকেই উপজেলার সমেতপুর, জিয়নপুর, চকমিরপুর, জৈন্তা, বাঁচামারাসহ কয়েকটি কেন্দ্রে জালভোট প্রদান, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে। যে কারণে তিনি এবং আরেক প্রার্থী আব্দুল কাদের ভোট বর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
কেএসএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।