ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

পেকুয়ার দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
পেকুয়ার দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নের দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দু’পক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২৪ মার্চ) সকালে ওই কেন্দ্রে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজন হলেন- বদি, আবুল হোসেন, ও ছাদেক।

স্থানীয় কয়েকজন ভোটার জানায়, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের নৌকার প্রার্থী আবুল কাশেমের লোকজন ও দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষের গোলাগুলিতে তিনজন গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ওই কেন্দ্রের পরিস্থিতি বর্তমানে পুরোপুরি শান্ত রয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে কেন্দ্রের বাইরে। তবে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পেকুয়া উপজেলার ৪০টি কেন্দ্রে ১লাখ ৬ হাজার ২৮৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।